বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক। বুধবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬ পরিবারের ২০টি ঘরের যাবতীয় সরঞ্জাম, নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল তাৎক্ষনিক পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস। এসময় প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু বক্কর সুমন, সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ ইফতি, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব ইসলাম, আক্তারুল ইসলাম, দপ্তর সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক লিমন হোসেন হেলাল, ভ্রমণ বিষয়ক সম্পাদক নূরনবী, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রাকিব, কার্যকরী সদস্য অশেষ রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণপাড়া পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেন এবং খাদ্য সামগ্রী ও সহয়তা প্রদান করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল)আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো.নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ উপস্থিত ছিলেন।