সোমবার , ২০ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন পূরণ হলো জনি’র বাধা এখন পড়াশোনার খরচ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২০, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
মেডিক্যালে ভর্তির সুযোগে পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ ভান্ডারা গ্রামের জাহিদ হাসান জনি’র। তবে বাধা হয়ে দাড়িয়েছে পড়াশোনার খরচ! প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিকের নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার সময় সে স্বপ্ন দেখেছিল চিকিৎসক হওয়ার। সে ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করে। গত ১২ মার্চ প্রকাশিত মেডিক্যাল(এমবিবিএস) ভর্তি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। জাহিদ হাসান জনি দক্ষিণ ভান্ডারা গ্রামের মৃত মনিরুল ইসলাম টিপুর ছেলে। রংপুর মেডিক্যাল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষায় পরীক্ষা দিয়ে সিরাজগঞ্জের শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ হয়েছে তার। সে পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭২ পেয়েছে। তার মেধাক্রমের অবস্থান ৩৮০১। জানা গেছে, পরিবারে জনিসহ তার মা ও ১ বোন রয়েছে। জায়গা সম্পত্তি বলতে ভিটা বাড়ীসহ মোট দেড় বিঘা জমি তাদের। ছোট বোন হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগে ১ম বর্ষে অধ্যায়নরত রয়েছে। আয়ের একমাত্র ব্যক্তি তাদের মা জরিনা বেগম। তার উপর দিয়ে পুরো সংসারসহ পড়ালেখার খরচ চলে।

জনির মা জরিনা বেগম বলেন, আমার ছেলে মেডিক্যালে পড়ার সুযোগ পেয়েছে এ জন্য আমি খুব খুশি। অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। এ কারণে যে ছোট থেকেই তারা দুই ভাইবোন পড়ালেখার প্রতি খুব আগ্রহী ছিল। ক্লাশের শিক্ষকেরাও তাদের মেধাবী শিক্ষার্থী বলে আখ্যায়িত্ করতো। সে প্রেরণায় তার মামাদের সহযোগিতায় এবং নিজে গরু পালনের পাশাপাশি কৃষি কাজ করে ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। জরিনা বেগম আরো বলেন,তবে ছেলে মেডিক্যালে, মেয়ে হাজীদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এদের এখন খরচ বেশি হবে, এ খরচ কোথা থেকে জোগাড় হবে এ নিয়ে বেশ চিন্তায় রয়েছেন জরিনা বেগম। জরিনা বেগম বলেন, জীবনের সবটুকু পরিশ্রম দিয়ে ছেলে মেয়ের পড়াশোনার খরচ জোগানোর চেষ্টা করবো। এক প্রশ্নের জবাবে বলেন, কেউ যদি স্বেচ্ছায় সহযোগিতা করেন তাহলে তো ভালই হয়। তবে কারো কাছে হাত পাততে যাবো না।

মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া জাহিদ হাসান জনি বলেন, ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় বাবা মারা গেছে। সে থেকে মা আমাদের অনেক সংগ্রাম করে লালন পালন করছে। পড়াশোনা মা ও মামাদের সহযোগিতায় করছি। মাধ্যমিক থেকেই স্বপ্ন বুনে ছিলাম চিকিৎসক হওয়ার। সে ধারাবহিকতায় শত কষ্টের মাঝেও পড়াশোনাটি চালিয়ে গেছি। মা ও মামাসহ বিভিন্ন আত্নীয় স্বজনের সহযোগিতায় রংপুরে মেডিক্যালে ভর্তি কোচিং এ পড়াশোনা করেছি। এখন ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। কিছুটা অর্থনৈতিক সমস্যা রয়েছে। যা মুখ ফুটে বলতে পারছি না। মেডিক্যালে পড়াশোনা করতে ভালো টাকার প্রয়োজন।এত টাকা কিভাবে মা একাই জোগাড় করবে? তা নিয়ে বেশ টেনশনে রয়েছি। এক প্রশ্নের জবাবে জনি বলেন, দেশের কোন বৃত্তবান যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তো ভালই হয়। পড়াশোনাটি একটু চিন্তাবিহীন করতে পারতাম। জনিকে সহযোগিতার জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৬৫-৪৫৮৯০৭ নম্বরে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের ঘটনায় পিতা-পুত্র আটক

আগামী শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে কাব্যগ্রন্থ ‘ডাহুকডুব’ এর মোড়ক উন্মোচন ও মৌলিক গানের অনুষ্ঠান

ঠাকুরগাঁও সদরের ২০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে হাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

খানসামা-চিরিরবন্দরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করতে শিল্পপতি হাফিজের মতবিনিময় সভা

খানসামা-চিরিরবন্দরে বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করতে শিল্পপতি হাফিজের মতবিনিময় সভা

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

চিত্রনায়িকা পরীমণির স্থায়ী জামিন

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রেল মন্ত্রীর অনুদান প্রদান