বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” এবারের প্রতিপাদ্য দিনাজপুরে নানা আয়োজনে পালিত বিশ্ব যক্ষা দিবস

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৩, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ

“হ্যাঁ! আমরা যক্ষা নির্মূল করতে পারি” -এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয়ে দিনাজপুরের আয়োজনে এবং নাটাব ও ব্র্যাক এর সহযোগিতায় “জাতীয় যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীর স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আওতায় বিশ্ব যক্ষা দিবস-২০২৩ পালিত হয়েছে।
২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ে প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটির নেতৃত্বে দেন ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, নাটাব এর সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, ব্র্যাক এর এরিয়া সুপার ভাইজার শ্যামল কুমার সরকার। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ ফজলুর রহমান, নাটাবের সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, ব্র্যাক এর এরিয়া সুপার ভাইজার শ্যামল কুমার সরকার এবং ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিআরএম ডাঃ কাওসার আহম্মেদ, কালিতলা টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডাঃ সঞ্চিতা রানী দাস, নাটাবের সাধারন সম্পাদক কাশী কুমার দাস, ব্র্যাক এর এরিয়া সুপার ভাইজার কালী দাস রায় ও ডাঃ বিভাষ কুমার শীল। প্রজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের ডিএসএমও ডাঃ ফায়সাল আহম্মেদ। বক্তার বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিবছর যক্ষা রোগে ৪২ হাজার মানুষ মারা যায়। এ থেকে রক্ষা পেতে হলে টিবিকে কন্ট্রোল নয়, শেষ করতে হবে। যক্ষা রোগ নির্মূল করতে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। এ কারণে সরকার দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় যক্ষা রোগ চিহ্নিত করতে জিনএক্স মেশিন অবিলম্বে প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষনার আলোকে আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষা মুক্ত স্মার্ট বাংলাদেশ উপহার দিতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুর রাজ্জাক।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব য²া দিবস শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনিরুজ্জামান মুরাদ, সহকারী সার্জন নুর ই আজমির ঝিলিক, মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার ও আহসান হাবিব, টিএলসিএ মোঃ সুইট হোসেন, য²া নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার (টিবি) মোঃ মিজানুর রহমান, সংগঠক মোঃ মাকসুদুর রহমান প্রমূখ। আলোচনা সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
খানসামা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। গতকাল ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাসপাতাল চত্ত¡র থেকে একটি র্যালি বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাররা, এমটিইপিআই অশোক রায়, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মিন্টু চন্দ্র রায়, ল্যাম্বের টিবি কন্ট্রোল অফিসার জগদীশ চন্দ্র রায় এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উত্তর গোপালপুর শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে নর নারায়ণদের মাঝে প্রসাদ বিতরণ ও বিজয়ীদের পুরষ্কার বিতরণ

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

পীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে ৪৮০টি গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

কাহারোলে দরিদ্র পরিবারের নারীর ক্ষমতায়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে বকনা গরু বিতরণ

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৪টি ইউনিয়নের গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

বীরগঞ্জে সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

পীরগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার শ্রবণ যন্ত্র বিতরণ

রাণীশংকৈলে ইয়াবা সহ গ্রেফতার-১

পীরগঞ্জে উপজেলা প্রসাশনের প্রেস ব্রিফিং