পীরগঞ্জ প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চাপোড়ে অবস্থিত আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট পরিচালিত মোবারক আলী চক্ষু হাসপাতালে রোগিদের জন্য অনুদান হিসেবে একটি হুইল চেয়ার ও কিছু চিকিৎসা উপকরন হস্তান্তর করেন পীরগঞ্জবাসী কল্যান সমিতি-ঢাকা।
মঙ্গলবার(৯ ফেব্রুয়ারী) দুপুরে পীরগঞ্জ পৌরসভা চত্বরে চক্ষু হাসপাতালের পক্ষে হুইল চেয়ার ও চিকিৎসা উপকরন গ্রহন করেন মোবারক আলী চক্ষু হাসপাতালের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, হাসপাতালের সাধারন সম্পাদক ইমদাদুর রহমান। অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জবাসী কল্যান সমিতি-ঢাকা’র সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক নুর হোসেন, সহ-প্রচার সম্পাদক সুবর্ণ ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক রকুনুজ্জামান অপু প্রমুখ।