রুহিয়া প্রতিনিধিঃ রুহিয়া থানাধীন ঢোলারহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
১৫ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী ও আব্দুল্লাহ-আল-নোমান সরকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে লাইসেন্স বিহীন সার বিক্রয়, মূল্য তালিকা ও সঠিক কাগজপত্র না থাকায় দুই সার ব্যবসায়ীকে ৭শত টাকা জরিমানা করেন। সেই সাথে মোটরসাইকেল লাইসেন্স, হেলমেট, মাস্ক বিহীন চালানোর অপরাধে ১১ জনকে ২৭শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী চৌধুরী ও আব্দুল্লাহ-আল-নোমান সরকার জানায়, এই ধরনের অভিযান চলমান থাকবে।