বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল গতকাল রবিবার সংস্থার কাযালয়ে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলী। এ সময় অতিথি হিসেবে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সহ-সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক মোঃ সফি সহ সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।