রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৬, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ)কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বেলা ১১ টায় ২৮৫ নং পিলারের ১১ সাব পিলার এলাকার হিলি জিরো পয়েন্টের শুণ্য রেখায় মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইউকে পেলেকে বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুব ইসলাম মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষি বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদর মাহাবুব ইসলাম বলেন, সীমান্তে সৌর্হার্দ্য,সম্প্রীতি ও ভার্তৃত্ব বজায় রেখে দুই বাহিনী যেন একসঙ্গে মিলে মিশে কাজ করতে পারি সেজন্য বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও