বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আনিসুর রহমান ওরফে মস্তান নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও জেলা শুকানপুকুর ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনিসুর উপজেলা ২ নং পলাশবাড়ী ইউনিয়ন চাপা পাড়া গ্রামের (কালীর মেলা চাপাপাড়া) গ্রামের মছির আলীর ছেলে। স্থানীয় ও প্রদক্ষদর্শীরা জানান, শ্বশুর আব্দুল হামিদ এর বাড়িতে মিলাত মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে চার্জার ভ্যান চালক আনিসুর রহমান যান। আনুমানিক রাত ২টার তার ব্যবহৃত ভ্যানে বিদ্যুতায়িত সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এব্যাপারে ২নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।