হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যাদুরাণী বাজারে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোমবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন
হরিপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম শরীফুল হক। জানা যায়, যাদুরাণী বাজার জামে মসজিদের পূর্ব পাশে অবৈধভাবে গড়ে উঠা ১০টি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ উচ্ছেদ অভিযানে খুশি এলাকার মানুষ। তারা চান অবৈধ স্থাপনা দখলমুক্ত হোক। অবৈধ দখলদারদের দখলে থাকা খাসজমি দখলমুক্ত করা হোক । এতে করে জনসাধারণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান স্থানীয়রা।
হরিপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিবার্হী কর্মকর্তা এ কে এম শরীফুল হক বলেন, অবৈধভাবে সরকারি জমি দখল করে দোকান ঘর নির্মাণ করা হয়েছিল তা আজ ভেংগে দখল মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।