দিনাজপুর সদরের বড়ইল গ্রামে রুবেলের নৃশংস আক্রমনের শিকার মুসা ইব্রাহীম হাসপাতালে জীবন মৃত্যুর মুখোমুখী। আর তার পরিবারের অসহায় সদস্যরা জীবন বাঁচাতে সেচ্ছায় গৃহবন্দী হয়ে পড়েছে!!
রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বড়ইল গ্রামের মৃত কছিমুদ্দীনের স্ত্রী মরিয়ম বেগম।
প্রশাসনের কাছে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাসহ শান্তিপূর্ণ সাবলিল জীবনযাপনের নিশ্চয়তাসহ রুবেল ও তার সাঙ্গোপাঙ্গোদের অপরাধের কঠোর শাস্তি চাই।
সংবাদ সম্মেলনে মা মরিয়ম বেগমের পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করে শোনান কন্যা কহিনুর বেগম। উপস্থিত ছিলেন মরিয়ম বেগম, মো: রানা, খুশি, ঝর্ণা ও আইসা প্রমুখ।