মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে সাত জুয়াড়ী আটক ঃ একজনকে ছেড়ে দেয়ার আভিযোগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৪, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাত জন অনলাইন জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। সেমবার রাতে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা সাদ্দাম মার্কেটের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় এক স্কুল শিক্ষককে আটকের পর ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে অভিযোগ সত্য নয় বলে জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম শফিক জানান, উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা সাদ্দাম মার্কেটের একটি দোকানে অন লাইন জুয়ার আসর বসানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া জামাতপাড়া গ্রামের জলিলের ছেলে জাহাঙ্গীর আলম ( ২৮ ), সেনুয়া ডাঙ্গীবস্তি এলাকার মোকলেসুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩২), সেনুয়া (দক্ষিন) গ্রামের খতিবুদ্দিনের ছেলে রুবেল (২৪), ভেলাতৈড় গ্রামের আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম ( ২৬ ), কশির উদ্দীনের ছেলে করিমুল ইসলাম (৩০), নজিব উদ্দীনের ছেলে কামাল হোসেন ( ৪০ ) ও জাহাঙ্গীরের ছেলে সুমনকে ( ১৮ ) আটক করা হয়। মঙ্গলবার তাদের ১৫১ ধারায় কোর্টে চালান করা হয়েছে।
এদিকে নাম প্রকাশ করতে অনিচ্ছুক সেনুয়া চৌরাস্তার একাধিক ব্যবসায়ী জানান, ঐ জুয়ার আসর থেকে সাজু নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে আটক করা হলেও টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
উল্লেখ্য, বেশ কিছু ব্যাক্তি সেনূয়া বাজার, সেনুয়া চৌরাস্তা, বালুবাড়ি, চাপড়াগঞ্জ, মাটিয়ানি, ভবানীপুর, কালুপীর শিবপুর, নারায়নপুর, বোর্ডহাট, গোগর পাটুয়াপাড়া, খটসিংগা, সিন্দাগড়, সর্দারপাড়া, ফাটার হাট, অষ্টপ্রহর, জনগাঁ, গোদাগাড়ি, সিন্দুনা, কনপাড়া, বাঁশগাড়া, মহিলা কলেজে সংলগ্ন এলাকা, চাপোড় বাজার, কালিয়াগঞ্জ, জাবরহাট, শিমুলবাড়ি, রনশিয়া, বৈরচুনার জগন্নাথপুর, পৌর শহরের মনিরুল মার্কেট, টিএনডটি, আলীপুকুর ঈদগাঁহ মাঠ, পাড়িয়া সহ বিভিন্ন এলাকায় অনলাাইনে এবং চটি বিছিয়ে জুয়ার (তাস) আসর বসানো হয়। এতে ফতুর হচ্ছে শত শত মানুষ। পারিবরিক অশান্তি বাড়ছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মাদক এবং জুয়ার বিষয়ে পুলিশ জিরো টলারেন্স ভুমিকায় রয়েছে। খবর পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনুয়া থেকে ৭ জন জুয়াড়ীকে আটক করা হয়েছে। টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেয়া হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত