মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা দিনাজপুরের মানুষের ভালবাসায় আমি অভিভূত-ডিসি শাকিল আহমেদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছার জবাবে জেলা প্রশাসক বলেন, দিনাজপুরের মানুষের ভালবাসায় আমি অভিভূত। দিনাজপুরে চাকুরীরত অবস্থায় আমি সরকারী বিধিমালা অনুযায়ী দিনাজপুর জেলা ও এর জনগণের মানোন্নয়নের জন্য কাজ করে যাব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান প্রমুখ। দিনাজপুর ব্যাডমিন্টন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মোঃ আমির আলী, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের সাজেদুর রহমান শিলু, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন, যুগ্ম সম্পাদক হারুন আল-রশিদ মুন, সদস্য গৌরাঙ্গ রায়, সাদী সরকার, মামুনুর রশীদ প্রমুখ।
দিনাজপুর রাজ দেবোত্তোর এস্টেটের পক্ষ হতে সংবর্ধনা
মঙ্গলবার দিনাজপুর রাজ দেবোত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ এর নেতৃত্বে সদস্যরা নবাগত জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবোত্তোর এস্টেটের ট্রাস্টি মোঃ শাকিল আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন দিনাজপুর রাজ দেবোত্তোর এস্টেটের সদস্য ডিসি রায়, রতন সিং, গৌর চন্দ্র শীলসহ সদস্যবৃন্দ।দিনাজপুর রাজ দেবোত্তোর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ বলেন রাজ দেবোত্তোর এস্টেটের ট্রাস্টি বিগত জেলা প্রশাসকের সহযোগিতায় এবং পরামর্শে রাজ দেবোত্তোর এস্টেটের যথেষ্ট উন্নয়ন ঘটেছে। তিনি রাজ দেবোত্তোর এস্টেটের আওতাধীন শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আমন্ত্রন জানান।
সকল এনজিও সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়
সরকারের পাশাপাশি পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর ও সুবিধা বঞ্চিত বেসরকারী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধি ও দিনাজপুরে কর্মরত এনজিও প্রতিনিধিবৃন্দ মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় সদ্য দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে দিনাজপুরের এনজিওদের কর্মকান্ড তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা ও মত বিনিময় করতে গিয়ে বলেন বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি অফিস এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গোমেজ, সমাজ উন্নয়ন প্রশিক্ষন (এসইউপিকে) এর নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, এমএনডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, পল্লীশ্রী’র পক্ষে প্রোগ্রাম ম্যানেজার শামিমা পপি, হাউজ অফ হোপ এর নির্বাহী পরিচালক হান্না রায়, অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ চৌধুরী মোশাদ্দেকুল ইজদানী, সোসাইটি ফর উদ্দ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নাহার ও ল্যাম্প এর সমন্বয়কারী এনোস সরেন।
বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের মত বিনিময়
মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আরিফ আক্তার, সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবির ও সিনিয়র সহ সভাপতি মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে দিনাজপুরে সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এর সাথে মত বিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজিউর রহমান রানা, মোঃ সেলিম লিটন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মমিনুল হক মমিন ও নারী নেত্রী মনোয়ারা বেগম। সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবির সংগঠনের সার্বিক অবস্থা তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন।
৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি’র সাথে মত বিনিময়
মঙ্গলবার বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রহমত আলীর নেতৃত্বে সমিতির সদস্যবৃন্দ নবাগত জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন, মোঃ কামাল হোসন, মোঃ সুরুজ্জামান, মোঃ গাফ্ফারুল ইসলাম, মোঃ আইনুল হক, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ মোস্তাফিজুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, মোঃ সাজেদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ জেসমিন আক্তার, দপ্তর আব্দুল রাজ্জাক রাজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোকসুদ আলী বিশ^াস, নির্বাহী সদস্য আব্দুর রহমান মোল্লা ও উপদেষ্টা মোঃ ওসমান শরিফ, মোঃ রায়হান কবির। সংগঠনের সভাপতি মোঃ ফরিদ হোসেন ৪র্থ শ্রেনীর কর্মচারীদের প্রাণের সংগঠনকে গতিশীল ও বেগবান করতে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সাথে থেকে রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে বলে জানান।
ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটির পক্ষ থেকে সংবর্ধনা
দিনাজপুরে ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটির পক্ষে সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল এর নেতৃত্বে সদস্যরা নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এসময় কমিটির সদস্য কমল চন্দ্র শীল, দুলাল চন্দ্র প্রামাণিক, রণজিৎ কুমার সিংহ, ডাঃ ডি.সি রায়, রতন সিং, কাশী কুমার দাসসহ সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলতলা কেন্দ্রীয় শ্মশান ঘাট কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল ফুলেল শুভেচ্চা জানাতে গিয়ে বলেন দিনজপুরে ঐতিহ্যবাহী শ্মশান ঘাটের উন্নয়ন করতে সদস্যরা যথেষ্ট আন্তরিক। হিন্দু সম্প্রদায়ের শেষ ঠিকানা এই শ্মশানের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য অর্ন্তভুক্তি কর্মসূচী উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের উদ্যোক্তা বাড়াচ্ছে পিছিয়ে নেই নারীরা

দিনাজপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠ সম্মাননা ও সনদপত্র প্রদান

পারিবারিক, সামাজিক, জাতীয় পর্যায়ে নিজেকে বিকশিত করার মাধ্যম স্কাউটিং-দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

আটোয়ারীতে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে পাটের উৎপাদন বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোলে শ্রীশ্রী কান্তজীউ মন্দিরে রাস উৎসব উদ্বোধনকালে এমপি গোপাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে

বড়পুকুরিয়া কয়লাখনির এলাকায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে জীবন ও বসতভিটা রক্ষা কমিটি

শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন,আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

সাপে কাটলে হাসপাতালে যাওয়াই ভালো-ওঝা কাশেম হাজী