“অর্ন্তভুক্তি মূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বালুবাড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে দিনাজপুর পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা ও সনদপত্র বিতরণ করা হয় দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামালসহ বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পর্যায়ে ৯ জনকে ও উপজেলা পর্যায়ে ৮ জনকে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ওবায়দুর রহমান। দিনাজপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের চলমান অগ্রগতি তুলে বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মোঃ রেজাউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফসার আলী, দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, বালুবাড়ীস্থ আর এইচ স্টপ ক্লিনিক এর ম্যানেজার সুদীপ্ত বসাক, উপ-সহকারী কাশ্মিরা সুলতানা ও সাংবাদিক কাশী কুমার দাস। প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-ই-আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, অনিশ্চিত ও অগ্রসরমান উত্থান এর বিশ্বে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ পেতে হলে পরিক্ষীত, নির্ভরযোগ্য এবং অর্ন্তভূক্তিমূলক উপাত্ত ব্যবহার দ্বারা একটি যুগোপোযোগী ও সহনশীল সমাজব্যবস্থা গড়ে তোলা একান্ত প্রয়োজন। ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হবার যে স্বপ্ন দেখেছি তা পূরণ করতে হলে যে যে অবস্থানেই থাকি না কেন পরিকল্পিত পরিবার গঠনের ব্যাপারে একসাথে কাজ করতে হবে। তাহলেই আমরা একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হব।