বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বিভিন্ন জেলা ও উপজেলায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল প্রতিযোগীতা অংশ গ্রহণ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে সংস্থার খেলোয়াড়বৃন্দ। উক্ত খেলায় প্রদানকৃত বিজয়ী ট্রফি আনুষ্ঠানিক ভাবে ক্রীড়া সংস্থার কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল -২০২৩) সকালে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াছিন আলীর হাতে আনুষ্ঠানিক ভাবে ট্রফি তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মো.আব্দুর রাজ্জাক,সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক মো. মীর কাসেম লালু, বিশিষ্ট ধারাভাষ্যকার তোইফুল ইসলাম তপু,আখি ভিডিও সেন্টারের পরিচালক মো. শরিফ ইসলাম,ফুটবলার মো.আলম,শামিম,মিঠু, জনি,সোহেল,বেলাল আরো অনেকে।