রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে জেলা প্রশাসক শাকিল আহমেদ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১০, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

দিনাজপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে জেলা প্রশাসক শাকিল আহমেদ
আইন দিয়ে নয়-দেশপ্রেম সৃষ্টির মাধ্যমে সামাজিক
আন্দোলনই পারে দূর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে
জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, শুধু আইন দিয়ে নয়- দেশপ্রেম সৃষ্টির মাধ্যমে সামাজিক আন্দোলনই পারে দূর্নীতি মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে। দূর্নীতি সব দেশেই আছে কিন্তু দূর্নীতির মাত্রা যখনই বেড়ে যায়, ঠিক তখনই সমস্যা হয়। তাই দূর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে অসতে হবে।
শনিবার দিনাজপুর জেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ৯টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডাঃ আই.এফ.এম শহিদুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”-এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দূর্নীতি প্রতিরোধ কমিটি জেলা কার্যালয়ের সহ-সভাপতি হাবিবুল ইসলাম বাবুল, বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ ডিসি রায়, জেলা সনাকের সভাপতি জলিল আহম্মেদ, এমবিএসকে’র প্রতিনিধি আব্দুল হাকিম, শিক্ষার্থী আইরিন পারভীন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-উর-রশিদ। উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন মুসাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও পতাকা উত্তোলন শেষে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এডিসি (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম, দূর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলার উপ-পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আইএফএম শহীদুল ইসলাম খানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বিরল
বিরল ( দিনাজপুর) প্রতিনিধি ঃ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্ণীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফছানা কাওছার।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনছুর আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরোজা বেগম, বিরল প্রেসক্লাবের সভাপতি এম,এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মহি উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সদস্য মহসীন আলীসহ ছাত্র-ছাত্রী বৃন্দ। পরে উপজেলা পরিষদের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
কাহারোল
আমিনুল ইসলাম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে, দিবসটি উপলক্ষে কাহারোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল কাহারোল দশ মাইল আমতলা মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। কর্ম সূচীতে বক্তব্য রাখেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তরনি কান্ত রায়, সাধারণ সম্পাদক বানেশ্বর রায়, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আদমুলুর রহমান প্রমুখ।
খানসামা
এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ” উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” স্লোগানে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত হয়েছে।
শনিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও রাশিদা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, খানসামা থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ ডিসেম্বর সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি বিরোধী মানব বন্ধন ও র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা হল রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ জুলফিকার হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, প্রভাষক আবিদা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত