পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় দিনাজপুর শহরে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১৩হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর।
বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী।
অভিযানে পণ্যের গায়ে মেয়াদ ও তথ্য সরবরাহ না করায় ভাই ভাই রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় সিফাত বেকারীকে ৫ হাজার, গ্রামীণ চেক নামের একটি কাপড়ের দোকানে মুল্য ট্যাগ কারচুপির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী এর সত্যতা নিশ্চিত করে বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে কোন অসাধু ব্যাবসায়ী যেন ভোক্তার অধিকার লঘœন না করতে পারে সেলক্ষে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
সচেতনতামূলক সভা
দিনাজপুরে অনলাইন উদ্যোক্তাদের ও পার্লার ওনার নিয়ে সচেতনতামূলক সভা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বিকেলে অধিদপ্তরের জেলা কার্যালয়ে আয়োজিত এ সভায মতবিনিময করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর ও রমজানকে কেন্দ্র করে সক্রিয হয়ে উঠেছে কিছু অসাধু চক্র । এ ধরনের প্রতারক চক্রের ফোন পেলে তাৎক্ষণিক পরিচযদানকারী সংশ্লিষ্ট দপ্তরে অথবা থানায তথ্য দেযার আহŸান জানান। পাশাপাশি তিনি, অনলাইন উদ্যোক্তাদের উদ্দেশ্য বিভিন্ন পণ্যের দাম ও মানের ক্ষেত্রে সতর্ক করেন।এসময উপস্থিত ছিলেন দিনাজপুর গার্লস ক্লাব, অনলাইন হাট বাজার এর পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাবৃন্দ।