বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের থানারোডে বোচাগঞ্জ বাইক চয়েজ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ বাইক চয়েজ শোরুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল গণি ( সহকারী মহাব্যবস্থাপক) দিনাজপুর অঞ্চল। এসময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বোচাগঞ্জ শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার উৎপল কুমার মহন্ত, কড়ই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র রায়, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, শোরুমের স্বত্বাধিকারী সুবাস চন্দ্র দাস সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বোচাগঞ্জ বাইক চয়েজ শোরুমে এখন থেকে যে কোন ব্যান্ডের নতুন পুরাতন মোটর সাইকেল কাগজপত্র যাচাই বাচাই পুর্বক ক্রয় বিক্রয় করা হবে।