হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল হলের হল সুপার, সহকারী হল সুপার, প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দের জন্য দিনব্যাপী “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ইনোভেশন টিম এর আহবায়ক প্রফেসর ড. এস. এম.হারুন-উর-রশীদ, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন লড়াই, সংগ্রাম, জেল, জুলুম, ও নির্যাতন সহ্য করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। যার ম‚ল লক্ষ্য ছিল সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ২০০৯ সালে সরকার গঠনের পরই তিনি শুদ্ধাচার কর্মপরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। একটি কথা প্রধানমন্ত্রী সব সময় বলেন, তা হলো ‘আমরা সেবক, শাসক নই’। সেবক হতে গেলে সেবা দিতে হবে। সেই সেবা কতটা সুন্দরভাবে অল্প সময়ে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে প্রদান করা যায় সেটিই হচ্ছে বিবেচ্য বিষয়। এখানে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার কথা বলা হয়েছে। জনগণের দোরগোড়ায় বিভিন্ন সেবাগুলো কিভাবে কতটা সহজে পৌঁছানো যায় সে জন্যই ই-গভর্ন্যান্স এর প্রবর্তন করা হয়েছে। তিনি বলেন একটা সময় অফিসে যেয়ে বিভিন্ন ঝামেলার মধ্যে দিয়ে জমির খাজনা দিতে হতো কিন্তু বর্তমানে যেকোন জায়গা থেকে ২৪ ঘন্টাই অনলাইনের মাধ্যমে এই খাজনা প্রদান করা যায়। এই যে উদ্ভাবনী ধারণা, এর মাধ্যমে সেবা প্রদান সহজ হয়ে গেছে। আজকে আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন সকলেই শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেন। প্রশিক্ষণে আপনাদের প্রতিটি হল ও শাখার জন্য বাস্তবায়নযোগ্য একটি উদ্ভাবনী ধারণা সৃষ্টি/উদ্ভাবন করতে হবে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।