বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান এবং অসহায় চার পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শুখনো খাবার প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল -২০২৩) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডর এলাইগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন নবাগত দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। এসময় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করে। এ-সময় বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। একই দিনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আসহায় পরিবার পাশে দাঁড়ান এবং তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিটি পরিবারের মাঝে ৩ বান্ডিল ঢেউটিন চাউল,শাড়ি, লুঙ্গি, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুবৃত কুমার সরকার, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ সহ আরো অনেকে। উল্লেখ্য যে গত ১৯ এপ্রিল দিবাগত রাতে গুলনেহারের গোয়াল ঘরে কোয়েল থেকে আগুনে সূত্রপাত ঘটে। এতে হাবিবুর, মোতাফিজুর ও আনিসুর রহমানসহ চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়রা জানান।