বৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় উদ্যানের বনভূমিতে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষনায় মাইকিং

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৭, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\দিনাজপুরে নবাবগঞ্জে জাতীয় উদ্যাণের বনভূমিতে বিনা অনুমতিতে সর্ব সাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
গতকাল বুধবার এ বিষয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগ নবাবগঞ্জ এলাকায় মাইকিং করেছেন।
এর আগে মঙ্গলবার সন্ধার আগে নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে দফায় দফায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েক দফায় আগুনে পুড়ে গেছে বনের বাঁশ-বেতসহ বেশ কিছু ছোট-বড় গাছ।
এদিকে বুধবার মাইকের ঘোষনায় বলা হয়েছে, আইন অনুযায়ী জাতীয় উদ্যাণের বনভূমিতে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ। বর্তমানে চলমান তীব্র খরা ও শুষ্ক আবহাওয়াজনিত কারনে জাতীয় উদ্যাণের শালবনে আগুন লাগার ঘটনা ঘটছে। সে কারনে সর্বসাধারণকে বিনা অনুমতিতে প্রবেশ না করার জন্য বলা হয়েছে। এ ঘোষনার পর যদি শালবনে কোন ব্যক্তিকে পাওয়া যায়, তার বিরুদ্ধে সংরক্ষিত বনভূমিতে বিনা অনুমতিতে প্রবেশের জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নবাবগঞ্জ জাতীয় উদ্যান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তাঁরা এসে আগুন নেভায়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, বেলা ৩টা ১৫মিনিটে বনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যায় আবার আগুন লাগার খবর পাওয়া যায়। কর্মীরা গিয়ে আগুন নেভান।
বন বিভাগের নবাবগঞ্জ বিটের বিট কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, গত মঙ্গলবার বন এলাকায় স্বল্প আকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণ করেছে। এতে বড়ধরনের কোন ক্ষতিসাধন হয়নি।অগ্নিকান্ডের ঘটনাটি বিড়ি সিগারেটের ফেলা আগুন থেকে হতে পারে বা কেউ লাগাতেও পারে বলে তিনি ধারনা করছেন।এ ঘটনার প্রেক্ষোপটে বনভূমিতে সর্ব সাধারণের প্রবেশাধীকার নিষিদ্ধ ঘোষনা করে মাইকিং করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানে নতুন অতিথি নিয়ে মায়াবী চিত্রা হরিন দলের ছুটোছুটি

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বীরগঞ্জে ৭ দফা দাবিতে জাতীয় হিন্দু মহাজোটে মানববন্ধন কর্মসূচি

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির কান্তজীউ মন্দির পরিদর্শন উপলক্ষ্যে মত বিনিময়

বালিয়াডাঙ্গীতে স্বাস্থ্য সেবা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে ইয়াবাসহ যুবক আটক

বর্ষার সময়ে মাটি-কাঁদার রাস্তায় চলাচলে চরম দুর্ভোগ,সংস্কার নাই

আটোয়ারীর বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্তকরণ

নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —- সাবেক সাংসদ ইমদাদুল হক