মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় দরিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল কৃষকলীগ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ধান কাটা উৎসবের মধ্য দিয়ে দরিদ্র এক কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের ৪০ জমির ধান কেটে মাড়াই করে দিলেন তারা।

সকালে মকবুল হোসেনের জমিতে নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কাটায় অংশ নেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। ধান কাটা শেষে মাথায় করে ধান বহন করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়িয়ে দেয়া হয়। ধান কাটায় অংশ নেন জেলা কৃষকলীগের সভাপতি মাসুদ করিম, যুগ্ম সম্পাদক এডভোকেট আহসান হাবীব, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রিয়াজুল মোল্ল্যাহ, সদস্য সচিব কবির হোসেন, দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী, তারা মিয়া, জালাল উদ্দিন, মজিবর রহমান, ছাত্রলীগের মোবারক হোসেন, বিপ্লবসহ কৃষকলীগের শতাধিক নেতাকর্মীরা।

কৃষকলীগের কাছ থেকে এমন উপকার পেয়ে খুশি কৃষক মকবুল হোসেন। তিনি বলেন, ক্ষেতে ধান পেকে গেছে। কাটার পরিকল্পনা করছিলাম। কিন্তু শ্রমিক সংকট ও মজুরি বেশি থাকায় কাটতে পারছিলাম না। ঠিক এই সময় বিনা পারিশ্রমিকে কৃষকলীগ আমার ৪০ শতক জমির ধান কেটে দিবে ভাবতেও পারিনি। এই ধান কাটতে তিন চারজন শ্রমিক লাগতো। কৃষকলীগ ধান কেটে দেয়ায় অনেক উপকার হলো। আমি কৃষকলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।

উপজেলা কৃষকলীগের সদস্য সচিব কবির হোসেন বলেন, এখন বোরো ধানের মৌসুম। এ সময়ের মধ্যে কৃষকের ধান কাটতে শ্রমিক সংকট ও অর্থের সংকট দেখা দেয়। তাই প্রধানমন্ত্রীর নিদের্শনা ও কৃষকলীগের নির্দেশে আমরা কৃষকদের ধান কেটে দিচ্ছি। যে সকল কৃষক তার ক্ষেতের ধান শ্রমিক ও অর্থের অভাবে কাটতে আর মাড়াই করতে পারছেন না, তারা জানালে কৃষকলীগের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্রের নির্দেশনায় আমরা কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। এ জন্য জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি কোন অসহায় কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন, তা জানালে আমরা বিনা পারিশ্রমিকে সে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়ে আসব।

কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের সহযোগিতা করার জন্য আমাদেরকে নিদের্শ প্রদান করা হয়েছে। এ লক্ষে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক উন্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশে আজকে আমরা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের কৃষক মকবুল হোসেনের জমির ধান কেটে দিয়ে আমরা তার গোলায় ভরে দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় সার্থকতার মধ্য দিয়ে কৃষকদের বীজ ও সার ঠিকমত দেয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। শ্রমিকের সংকট থাকার কারণে আজকে কৃষকলীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে সহযোগিতা করছি। কোন কৃষকের যদি ধান কাটতে সমস্যা হয় তাহলে যেন তারা আমাদের নেতাকর্মীদের জানান। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১ ঘন্টা পর ছাড়লো একতা এক্সপ্রেস ট্রেন

বীরগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে দিনাজপুরে কর্মশালা

পীরগঞ্জে এরশাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তা সূচি’র ইফতার ও দোয়া

নিখোঁজের ২ দিন পর নদী থেকে উদ্ধার এক বৃদ্ধার মরদেহ

নিখোঁজের ২ দিন পর নদী থেকে উদ্ধার এক বৃদ্ধার মরদেহ

সেতাবগঞ্জ পৌরসভা এখন উন্নয়নের রোল মডেল-মেয়র মোঃ আসলাম

তেঁতুলিয়ায় আওয়ামীলীগ নেতার আবাসিক হোটেলে চলে অসামাজিক কর্মকান্ড যুবক-যুবতী আ,টক

বীরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু