চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে কুমড়িয়া বনফুল ক্লাবের আয়োজনে এ টূর্ণামেন্টের ফাইনাল খেলা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের সভাপতিত্বে এবং বনফুল ক্লাবের সভাপতি ও কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মন্টু আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্লাব সংশ্লিষ্টরা। ফাইনাল খেলায় ট্রাইবেকারে কাচিনীয়া ফুটবল ক্লাবকে পরাজিত করে জয়ী হয় ভাবকী শাপলা ক্লাব।