বৃহস্পতিবার , ৪ মে ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিভিন্ন মহলের শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রীর জানাযা ও দাফন সম্পন্ন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৪, ২০২৩ ১১:২৯ পূর্বাহ্ণ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার-এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর ২টায় লালবাগ গোরস্থান দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয। জানাযার নামাজ শেষে মরহুমাকে লালবাগ কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয।
জানাযা নামাজের পূর্বে মরহুমার স্বামী ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, ছেলে ব্যারিষ্টার নওশাদ জমির ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আমার স্ত্রীর ইচ্ছা অনুযাযী তাকে লালবাগ কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। তিনি তাঁর স্ত্রীর জন্য সকলের নিকট রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুমার জানাযা নামাজে মরহুমার স্বামী ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার,ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, মরহুমার পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-স্বজন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিযর-সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম মতি, মোঃ আখতারুজ্জামান জুয়েল, মোঃ নওশাদ আলী, পঞ্চগড জেলা বিএনপি’র আহবাযক মোঃ জাহেরুল ইসলাম কাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ সাংবাদিকবৃন্দ, দিনাজপুর শহর আওযামীলীগের সভাপতি এসএম শামিম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, আওযামীলীগ, জাতীয পার্টি, জামাযাতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিএনপি’র স্থাযী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নুর আকতার সরকার-এর মৃত্যু দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন ঢাকাস্থ দিনাজপুর সমিতি।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আকতার সরকার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে প্রাণ কোম্পানির উদ্দ্যোগে অত্যাধুিনক মেশিনের সাহায্যে বোরো ধান রোপন উদ্বোধন

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

কাহারোলে আম বাগানের গাছে থোকায় থোকায় শোভা পাচ্ছে মুকুল

পীরগঞ্জের খনগাঁও ইউপি শিশুশ্রম মুক্ত ঘোষণা

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

বোচাগঞ্জে যথাযথ মর্যাদায় ৬ডিসেম্বর পাকহানাদার মুক্ত দিবস উদযাপন

সংবাদ সম্মেলনে অসহায় নারী‘র অভিযোগ পৌর কাউন্সিল‘র নেতৃত্বে মালামালসহ দোকানঘর দখল

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটি গঠন ‘সভাপতি-জুলফিকার, সাঃ সম্পাদক-স্বপন’

বীরগঞ্জে দুই সতীনের পুকুরের বালু দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণ কাজ \এলাকাবাসীদের মানববন্ধন

হাবিপ্রবিতে “3 Days Writing Skills Workshop on Write It Right” শীর্ষক কর্মশালা