পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ওপেন হাউস ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার লোহাগাড়া বাজারে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেল মুঞ্জুরুল আলম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, খনগাও ইউনিয়নের চেয়ারম্যান শহিদ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন, সাংবাদিক বিষ্ণুপদ রায় প্রমূখ। এ সময় সভায় মাদক, জুয়া, মোটরসাইকেল চুরি ও ডাকাতি সহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে আলোচনা করা হয়।