পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ “শেখ হাসিনার বারতা, নারী-পুরষ সমতা” প্রতিপাদ্যে বিশ্ব মা দিবস উপলেক্ষে আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর মহিলা আওয়ামীলীগের নেত্রী কাজী শোনিয়া, ফেরদৌসী বেগম প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ মহিলা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষনার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।