বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: তীব্র তাপদাহ ও অসহ্য গরমে অতিষ্ঠ ছিল দিনাজপুরের বীরগঞ্জের জনজীবন। টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড দাবদাহের পর অবশেষে মঙ্গলবার(১৬ মে-২০২৩) দিবাগত রাতে ও দিনে উপজেলার বিভিন্ন স্থানে নেমে বৃষ্টি। একই সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া।
মঙ্গলবার রাত ১টা থেকে আকাশে মেঘ জমতে থাকে। গভীর রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে নামে বৃষ্টি। দীর্ঘদিন পরে বৃষ্টি দেখতে পেয়ে জনজীবনে স্বস্তি এসেছে। এ বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বীরগঞ্জবাসী। তবে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম। বীরগঞ্জ পৌরশহরের এক হোটেল শ্রমিক নিতীশ রায় বলেন, গত কয়েক দিন ধরে প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে এ বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে শহরের রাস্তাঘাটে প্রত তাপ দাহের কারণে লোক সমাগম, এমনকি যানবাহন চলাচল কমে যায়। প্রচণ্ড তাপদাহে উপজেলায় জনজীবন বিপর্যন্ত হয়ে পড়ে। অন্যদিকে গরমের কারণে করে কোমলমতি শিক্ষার্থীরা পড়ে চরম বিপাকে। গতকালের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মেলে। এতে করে স্বস্তিতে রাতে ঘুমাতে পারেছি।