সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামার আত্রাই ও বীরগঞ্জের ঢেপা নদীতে ভেসে আসা ৭ জনের লাশ উদ্ধার\ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

খানসামা ও বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর মাড়েয়া ঘাটে গত রবিবার নৌকা ডুবির ঘটনায় দিনাজপুরের আত্রাই ও ঢেপা নদীতে ভেসে আসা ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খানসামা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশন।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খানসামা উপজেলার জয়ন্তিয়া ঘাট, জিয়া সেতু, ফরিদাবাদ, বাসুলী ও জয়গঞ্জ-ঝাড়বাড়ি ঘাটে ৫ নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইউনিট এবং ও ১ শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ। পরে জয়গঞ্জ-ঝাড়বাড়ি খেয়া ঘাটে উদ্ধারকৃত লাশ বীরগঞ্জ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত লাশ পরিবারের সদস্যরা সনাক্ত করে। তারা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার বিসমতপুর গ্রামের অনন্ত কুমার রায়ের স্ত্রী পুস্পা রানী রায় (৪৫), পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার চামেশ্বরী গ্রামের শক্তি চন্দ্র রায়ের স্ত্রী কলেজ লাইব্রেরিয়ান ঝর্ণা রানী রায় (৫২), বোদা উপজেলার কাউয়াখাল গ্রামের সহিন চন্দ্র রায়ের স্ত্রী সুমিত্রা রাণী রায় (৪৫), দেবীগঞ্জ উপজেলার হাতীডুবা গ্রামের ভূবেন চন্দ্র রায়ের স্ত্রী রুপালী রানী রায় এবং বোদা উপজেলার বংশীধরপুজারী গ্রামের বিমল চন্দ্র রায়ের ছেলে সূর্য চন্দ্র রায় (৬)।
খানসামা থানার (অফিসার ইনচার্জ) ওসি চিত্তরঞ্জন রায় বলেন, উদ্ধারকৃত লাশগুলোর পরিচয় সনাক্ত করা হয়েছে। লাশ গুলোর পরিচয় সনাক্ত করার পর তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বীরগঞ্জে
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের মরদেহ দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে উদ্ধার হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আত্রাই নদী থেকে একটি শিশু এবং দুপুরে ঢেপা নদী থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকার জানান, উপজেলার শতগ্রাম ইউনিয়নের আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে আড়াই বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে সুব্রত রায়। দুপুরে বীরগঞ্জ পৌরশহরের স্লুইসগেট ঢেপা নদীতে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়। সে বোদা উপজেলার কাউযাখাল গ্রামের সহিনের স্ত্রী সুমিত্রা (৪৫)। লাশ সনাক্ত করেছেন তার ছেলে বিজয।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত