বিকাশ ঘোষ , বীরগঞ্জ ( দিনাজপুর)প্রতিনিধি:- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বিপন্ন স্বাধীনতার চেতনাকে পুনর্জীবিত করবার শপথ নিয়ে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন। বিপন্ন মানুষের ত্রাণকর্তা হিসেবে সকল প্রতিকূলতা উপেক্ষা করে তিনি এ মাটিতে পা রেখেছিলেন বলেই ৩০ লক্ষ মানুষের রক্ত আর ২ লক্ষ মা বোনের মহান আত্মত্যাগ সম্মানিত হয়েছে। আজ শেখ হাসিনা দেশের সরকার প্রধান বলেই তিনি বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্য বিশ্বের সকল মোড়লদের রক্ত চক্ষুর জবাব দিতে সক্ষম হয়েছেন। জাতীয় আন্তর্জাতিকভাবে ১৯৭১ সালে যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিল আজও সেই শক্তি একত্রিত হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশের উপর স্যাংশন প্রদান করে রাষ্ট্রের বিরুদ্ধে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাই পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।
বুধবার (১৭ মে ২০২৩) বিকেলে কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ্আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদের সদস্য মিরা মাহবুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসমী আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র পমূখ।
আলোচনা সভার পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এমপি গোপাল।