সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আকাশ নামে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুরের খানাসামায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে খানসামা থানায় মামলা করেছেন।
শুক্রবার আদালতের মাধ্যমে আটক কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন খানসামার ওসি চিত্তরঞ্জন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলার সাথীদের সঙ্গে খেলছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে লিচু খাওয়ানোর কথা বলে পাশের একটি ভুট্টার খেতে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে শিশুটির বাবাকে খবর দিলে তাঁর উদ্ধার করে হাসপাতালে নেয়।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন বলেন, মামলার পরই আকাশ নামের ওই কিশোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কিশোর একই এলাকার বাসিন্দা।