দিনাজপুরে হিন্দু, মুসলিম এবং খ্রীষ্টিয়ান ধর্মীয় দলের সদস্য ও নেতাদের সমম্বয়ে এক উদ্ভাবনীমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ৫বছর বয়সের নীচের শিশুদের পুষ্টিমান উন্নয়ন এবং গর্ভবতী ম’াদের অপুষ্টি দুরীকরনে ধর্মীয় দলের সদস্য এবং নেতাদের সম্পৃক্তকরণ জোরদারে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উদ্ভাবনীমূলক ছিল এ কারণে প্রকল্পটি বিশ্লেষনের মাধ্যম চিহ্নিত করেছে যে ধর্মীয় দলের সদস্য এবং নেতারা শিশুুদের পুষ্টি উন্নয়ন এবং মা’দের অপুষ্টি নিবারনে স্বেচ্ছাসেবক হিসাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। কর্মশালায় অংশগ্রহনকারী সদস্যবৃন্দ আগামী ৬ মাসকে মাথায় রেখে একটি কার্যকরী কর্মপরিকল্পনা প্রনয়নে অংশ নেয় যা তারা কর্মশালা হতে ফেরার পর বাস্তবায়ন করবেন।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কতৃক পরিচালিত কোরিয়ান আন্তর্জাতিক সহোযোগীতা সংস্থার সহায়তায় জেন্ডার মেইনস্ট্রিমিং ইন মেটারনাল এন্ড চাইল্ড হেল্থ এন্ড নিউট্রিশন প্রকল্পটি হিন্দু, মুসলিম এবং খ্রীষ্টিয়ান ধর্মীয় দলের সদস্য ও নেতাদের সমম্বয়ে ব্রাক লার্নিং সেন্টার, দিনাজপুরে এক উদ্ভাবনীমুলক কর্মশালার অয়োজন করা হয়।
কর্মশালায় বিভিন্ন ধর্মীয় দলের নেতারা ধর্মীয় দৃষ্টিকোন হতে শিশুদের স্বাস্থ্য-পুষ্টি উন্নয়ন এবং মাতৃ স্বাস্থ্য সুরক্ষায় জন্য বিভিন্ন বার্তা তুলে ধরেন যা সত্যিই ছিল মনের মধ্যে ছাপ ফেলার মত যেগুলি মানুষকে শিশু এবং মা’দের জন্য ভাল কিছু করার অনুপ্রেরনা যোগাতে পারে। প্রত্যেক ধর্মীয় নেতা তাদের পবিত্র ধর্মগ্রন্থ হতে শিশু ও ম’াদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিছু বিশেষ বার্তা তুলে ধরেন। আন্তর্জাতিক কৃষভাবনামৃত সংঘ হতে আগত হিন্দু ধর্মীয় নেতা মিঃ বিক্রমী রাম দাস ‘পবিত্র গীতা”হতে উদ্ধৃতি দিয়ে বলেন”গর্ভ ধারনের পূর্বে মা’কে শারিরিক ও মানষিকভাবে প্রস্তুত করতে হবে এবং গর্ভবতী অবস্থায় কোন প্রকার খারাপ চিন্তা হতে বিরত থাকতে হবে যা গর্ভের শিশুকে খারাপ প্রভাব হতে মুক্ত রাখবে। রেভারেন্ড বিশফ সেবাষ্টিয়ান টুডু পবিত্র বাইবেলের সাথে সম্পর্কিত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষার বার্তা উপস্থাপন করেন যেমন, “বিবাহের আগে প্রশিক্ষনের বেশ কয়েকটি ধাপ রয়েছে যা মানুষকে মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা দেয় এবং শিশু লালন পালনের শিক্ষাও ঐ মূল্যবোধ থেকে আসে”। দিনাজপুরের ইসলামিক ফাউন্ডেশন হতে আগত ইমাম প্রশিক্ষক মাওলানা মোহাম্মদ মোজাফ্ফর হোসেন পবিত্র কুরানের উদ্ধৃতি দিয়ে শিশু ও গর্ভবতী মা’দের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। যেমন তিনি বলেন,গর্ভকালীন সময়ে স¦ামীর সহায়তা নিশ্চিত করতে হবে, শিশুর জন্মের পরে কমপক্ষে ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে, গর্ভকালীন সময়ে হালকা ব্যায়াম আবশ্যক যেমন: রুকু ও সেজদা করা ইত্যাদি।
কর্মশালালার সঞ্চালকের সহায়তায় বিভিন্ন ধর্মীয় দলের সদস্যরা নানা ধরনের দলীয় কাজে অংশ নেয় যেখানে তারা মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষার স্থানীয় বাধাগুলি চিহ্নিত করে এবং পরবর্তীতে ঐ বাধাগুলি দুরিকরণের উপায়গুলি তারা সমন্বিতভাবে নির্দ্ধারন করে যা ছিল প্রশংসনীয়।
পরিশেষে কর্মশালায় অংশগ্রহনকারী সদস্যবৃন্দ আগামী ৬ মাস সময়কে মাথায় রেখে একটি কার্যকরী কর্মপরিকল্পনা প্রনয়নে অংশ নেয় যা তারা কর্মশালা হতে ফেরার পর বাস্তবায়ন করবে।
কর্মশালাটি একটি শক্তিশালি ধর্মীয় সমন্বয়কে প্রতিফলিত করে যা সদস্যদের মধ্যে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে একই ধরনের চেতনা তৈরী করতে সহায়তা করে।
কর্মশালাটি একটি শক্তিশালী ধর্মীয় সমন্বয়কে প্রতিফলিত করেন গ্রান্ডস্ কমপ্লায়েন্স এডভাইজার সিয়ং উন লি, প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এবং সার্বিক উপদেশ ও পরামর্শ প্রদান করেন ডিপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন) জেনি মিলট্রেড ডি. ক্রুশ।
উক্ত কর্মশালায় কাহারোল উপজেলার ৪টি ইউনিয়নের ১০০জন ধর্মীয় নেতা অংশগ্রহন করেন। সদস্যবৃন্দ আগামী ৬মাস সময়কে মাথায় রেখে একটি কার্যকরী কর্ম পরিকল্পনা গ্রহন করে।