দিনাজপুরে ১২৪তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ।
“অগ্নিবীণার শতবর্ষ ও বঙ্গবন্ধ চেতনার শান্তিরূপ “শীর্ষক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৫ মে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী চত্ত¡রে স্থাপিত নজরুল মঞ্চে জাতীয় কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সদর উপজেলা আওয়ামী লীগের ইমদাদ সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন এর নেতৃত্বে কবি নজরুলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসানুজ্জামান চঞ্চলসহ অনেকে।
এরপর শ্রদ্ধা জানান পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড এসএম শামিম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টোসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।