মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ৩০, ২০২৩ ১:৪২ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্কুল ও মাদ্রাসার নবম-দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে। এসব ট্যাব পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ মে) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদে শিক্ষার্থীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়।

উপজেলায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি মাদ্রাসা এবং ২টি টেকনিক্যাল স্কুলে মোট ২৪০ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে এসব ট্যাব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
এ সময় উপজেলার উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার ঐতিহ‍্যবাহী খামার ঈদগাহ দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেণির শিক্ষার্থী মিতানুর মিতু বলে, ‘এই ট্যাব পাওয়ায় আমাদের লেখাপড়ায় অনেক গতি আসবে। অনলাইন ক্লাসে অংশগ্রহণসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ট্যাব আমাদের অনেক সহযোগিতা করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে বিনামূল্যে ট্যাব প্রদান করেছেন এজন্য ওনাকে ধন্যবাদ জানাই।’

উপজেলার তিনুয়া দাখিল মাদ্রাসার
১০ম শ্রেণির শিক্ষার্থী সুর্বনা বলে, ‘আজ আমাদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে, এতে আমরা খুব খুশি। এই ট্যাব আমাদের জন্য অনেক কাজে আসবে। আমাদের পড়ালেখা করার জন্য অনলাইনে যে ক্লাস করতে হয়, সেগুলো আমরা খুব সহজেই এখন করতে পারব। পাশাপাশি এই ট্যাব দিয়ে আমরা অনলাইনে কীভাবে কাজ করতে হয়, তা-ও সহজে জানতে পারব। আমাদের এই ট্যাব দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে দাবায়া রাখতে পারবা না। আজকের খুদে শিক্ষার্থীরা ট্যাবকে ব্যবহার করে একেকজন ভালো উদ্যোক্তা হবে। ভারী বইয়ের ব্যাগ বহন থেকে সহায়ক হবে। পাশাপাশি তাদের প্রতিদিনের পড়ালেখার কাজেও গতি আসবে। তাই শিক্ষার্থীদের মত আমিও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীগনের মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম সম্পন্ন

ডলি সায়ন্তনী ও জাহিন খানের কণ্ঠে ‘রূপ ললনা’

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মনোরঞ্জন শীল গোপাল এমপি বাংলাদেশের সর্ববৃহৎ বাজেট ঘোষণা দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছেন শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ নির্মাণ– ৩ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আটোয়ারীতে সাপের কামড়ে শিশুর মৃত্যূ

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

বিরলে ফার্মারস ক্লাইমেন্ট স্মার্ট স্কুলের মাঠ দিবস

পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরন এফবিসিসিআই এবং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে কম্বল বিতরণ

বীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক -৩