বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম.পি বলেছেন, ইউরোপ আমেরিকা কি বলছে সেটা বড় বিষয় নয়। বাংলাদেশের মানুষ কি বলছে সেটাই বড় বিষয়। বাহিরের কারো হুমকী-ধামকী শেখ হাসিনা তোয়াক্কা করেন না। দেশে কি করা হবে, আর কি করা হবে না সেটা এদেশের জনগণই সিদ্ধান্ত নিবে। ষড়যন্ত্র করে বিশ্ব ব্যাংক পদ্মাসেতু প্রকল্পের অর্থ ফেরত নিয়ে গিয়েছিলো, কিন্তু পদ্মাসেতু থেমে থাকে নাই। প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের অর্থে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছেন। শুধু পদ্মাসেতু নয়, বিভিন্ন স্থল বন্দর, বিমান বন্দর, সুমুদ্র বন্দর, ঘরে ঘরে বিদুৎ, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ, ব্রীজ, রাস্তা,ঘাট, কালভার্ড, স্কুল কলেজ, চিসিৎস্যা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল, কৃষিসহ এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয় নাই। আমরা ২০০৮ সালের নির্বাচনে দিন বদলের কথা বলেছিলাম। আমরা এদেশের ব্যপক উন্নয়নের মাধ্যমে দিন বদল করেছি। শেখ হাসিনা গোটা পৃথিবীকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার নেতৃত্বেই স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ হবে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় হ্যালিপোর্ট মাঠে বিরল উপজেলা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা মনে করেছিল বাংলাদেশে আইনের শাষন প্রতিষ্ঠা হবে না, তারা এখন দেখছে অপরাধ করলে কারো ক্ষমা নাই। বাংলাদেশে আইনের শাষণ প্রতিষ্ঠা হয়েছে। যারা মনে করেছিল হুইছেল দিয়ে সেনাবাহিনীকে ডেকে নিয়ে এসে সরকার পরিচালনা করবো, সেই পথও বন্ধ হয়ে গেছে। কারণ সংবিধানে সংযোজন করা হয়েছে যদি কোন অসাংবিধানিক সরকার বাংলাদেশে সরকার গঠন করার চেষ্টা করে তার বিরুদ্ধে ক্যাপিট্যাল বাউন্স তার মানে মৃত্যুদন্ড অনিবার্য। ১৯৭১ সালে যারা অপরাধ করেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্য করেছিল, তাদেরকে জিয়াউর রহমান রক্ষা করতে পারে নাই। আমরা হত্যাকারীদের বিচার করেছি, খুঁনীদের বিচার করেছি। আগামীদিনে যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরও বাংলাদেশের মাটিতে এই বাংলার জনগণ বিচার করবে এতে কোন সন্দেহ নাই। সেই পথ আমরা তৈরী করেছি।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নুরজামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সাবেক সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি সারোয়ারুল ইসলাম বাবলু, লুৎফর রহমান লুতু, আলহাজ্ব আকতার হোসেন, আব্দুস সবুর, সৈয়দ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এ্যাড. রবিউল ইসলাম পি.পি., আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভূতি ভূষণ সরকার, লায়লা আরজুমান্দ বানু, মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদা বেগম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল ও ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু প্রমূখ।