দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী কর্তৃক আয়োজিত ফ্রেন্ডশিপ ক্রিকেট সিরিজ-২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ফ্রেন্ডশিপ ক্রিকেট সিরিজের ফাইনাল খেলায় অংশ নেয় সিপিসি বনাম সিআরপিসি খেলোয়ারবৃন্দ। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিআরপিসি খেলোয়ারবৃন্দ। খেলা শেষে বিজয়ী দল সিআরপিসিকে চ্যাম্পিয়ন ট্রফি ও সিপিসিকে রানার্স আপ ট্রফি প্রদান করা হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের নিকট ট্রফি বিতরণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ.ন.ম হাবিবুল্লাহ ও এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা সরকারী আইন কর্মকর্তা পিপি এ্যাডঃ রবিউল ইসলাম রবি।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জিপিবৃন্দ, সাবেক সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ আব্দুল লতিফ, সাবেক সভাপতি এ্যাডঃ নুরুজ্জামান জাহানী, সাবেক সভাপতি এ্যাডঃ একরামুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী-২, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ এমাম আলী, এ্যাডঃ ইয়ামিন, এ্যাডঃ সরোজ গোপাল, এ্যাডঃ খাদেমুল ইসলাম, এ্যাডঃ রিয়াজুল ইসলাম রাজু, এ্যাডঃ লতিফুর রহমান, এ্যাডঃ শামীম আলম সরকার বাবু, এ্যাডঃ সুবহান উল্লাহ, এ্যাডঃ আনিসুর রহমান, এ্যাডঃ মেহেবুব হাসান চৌধুরী লিটনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
সিআরপিসি খেলোয়ারদের টিম ম্যানেজার হিসেবে ছিলেন এ্যাডঃ ফিদেল, সহকারী ম্যানেজার হিসেবে ছিলেন এ্যাডঃ মামুন এবং সিপিসি টিমের ম্যানেজার হিসেবে ছিলেন এ্যাডঃ কিংসুক।
উক্ত পুরষ্কার বিতরণীর পূর্বে উভয় দলের খেলোয়ারদের ম্যাডেল পরিয়ে দেন উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুঁই এমপির পক্ষ থেকে উভয় দলের খেলোয়ারদেরকে খেলার সরঞ্জামাদি উপহার দেওয়া হয়।