বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারী এডুকেশন ডেভলোপমেন্ট প্রোগাম এর আওতায় পারফরমেন্স বেইস গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিমের আওতায় ও বোচাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১ জুন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, সেতাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^নাথ রায়, উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবীব প্রমুখ।
এ কর্মশালায় উপজেলার ৩৬টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ স্কুল পরিচালনা কমিটির সভাপতিগণ অংশ গ্রহন করেন।