মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বীরগঞ্জে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২১, ২০২১ ৮:১৪ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১১ অক্টোবর পঞ্চম তিথিতে। সেই হিসেবে এক মাসের কম সময় রয়েছে। পালরা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পৌরসভার ৭নং ওয়ার্ডের শিমূল তলা সনাতন ধর্মাবলম্বীদের কালী মন্দির,নতুনপাড়া সর্বজনীন দুর্গা মন্দির, সুজালপুর হরিবাসর পাড়া,সনাতনপাড়া,১নং ওয়ার্ডের কলেজ পাড়া, কেন্দ্রীয় মন্দির,কুমারপাড়া, বিষ্ণু মন্দিরে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিমা তৈরি কারিগররা বলছেন, এ বছর মহামারি প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিমা তৈরির তেমন অর্ডার নেই। কেউ কেউ দলবদ্ধভাবে কাজ সম্পন্ন করছেন। ২০ সেপ্টেম্বর -২০২১ সোমবার সকালে পৌরশহরের শিমূল তলা কালীমন্দিরসহ উপজেলার কয়েকটি মন্দিরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাঠ-বাঁশ ও রশি দিয়ে ফ্রেম তৈরি করে খড় (ধানের আউড়) দিয়ে সাজিয়ে কাদামাটি লাগানো হচ্ছে। কারও কারও প্রতিমা রূপে এসেছে। কারওটার আবার শুধুই কাঠামো দেখা যাচ্ছে। বাকি পড়ে আছে পোশাক ও গয়না পরানো। খোঁজ নিয়ে জানা যায়, এবছর মহামারি (কোভিড-১৯) করোনা ভাইরাসে এবারের দুর্গাৎসবের চির পরিচিত আমেজ থাকছে না। আগামী ৬ অক্টাবর মহালয়া থেকে শুরু করে শারদীয় এই দুর্গাউৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। এবছর শরদীয় দুর্গাপূজার শুভ সূচনা পঞ্চমী ১০ অক্টোবর, সপ্তমী ১১ অক্টোবর, ষষ্ঠী ১২ অক্টোবর, অষ্টমী ১৩ অক্টোবর, নবমী ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবর বিজয়া দশমী অর্থাৎ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমুরপাড়া গ্রামের প্রতিমা কারিগর বলরাম পালের ছেলে সাগর চন্দ্র পাল বলেন,হাতে এখনও প্রায় দুই মাস আছে। ভাদ্র মাস শুরু হয়েছে, অথচ এখন দিনাজপুরের বীরগঞ্জ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি আসলে বাইরে প্রতিমা ঘরে তুলতে হচ্ছে। এতে সময় ও শ্রম দুটো যাচ্ছে। সাগর আরো বলেন, ‘ প্রায় আরো দেড় মাস আগেই প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। এবছর এখনও পর্যন্ত ২ টি প্রতিমা তৈরি করেছি। তবে অর্ডার পেয়েছি আরো দুটির। তবে কেউ দাম বলতে চায় না। সবাই বলে করোনার কারণে টাকা নেই হাতে। এবছর ১৫ থেকে ২০ হাজার টাকার উপরে দাম বলে না। কি আর করার বসে না থেকে টুকটাক করে দুই -একটা কাজ করছি। এই উপার্জন দিয়ে পরিবার -পরিজন নিয়ে চলা কষ্টকর। বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা বলেন, গত বছরের তুলনা করোনার কারণে এবছর শারদীয় উৎসব হবে ভিন্ন। বীরগঞ্জ পৌরসভা সহ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী,শতগ্রাম,পাল্টাপুর,
সুজালপুর, নিজপাড়া, মোহাম্মদপুর,ভোগনগর,সাতোর,মোহনপুর ও মরিচা ইউনিয়নে এবছর ১৬০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তবে আমরা সকল মন্দির কমিটির সভাপতি -সম্পাদকদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে পূজায় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপজেলা হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংর রাহা বাপ্পী বলেন, গত বছরের তুলনায় এবছর একটি পূজামণ্ডপ বেড়ে ১৬০টি মন্দিরে পূজা হবে। সবকয়টির তালিকা সংগ্রহের কাজ চলছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি তালিকা করা সম্ভব হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত