বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো.জহুরুল ইসলাম এর প্রদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন-২০২৩) দুপুরে বীরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জহুরুল ইসলামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সাব-রেজিস্টার অফিস কর্মচারী, দলিল লেখক সমিতি, স্ট্যাম্প ভেন্ডার ও নকল নবিশবৃন্দদের আয়োজনে অবসরপ্রাপ্ত জয়পুরহাট জেলা রেজিস্ট্রার অফিসার তাজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল, কাহারোল উপজেলা সাব রেজিস্টার অফিসার অশোক কুমার বসাক, খানসামা উপজেলা সাব -রেজিস্টার অফিসার বার্নার্ড মার্ডী, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ করিম, কোষাধ্যক্ষ মো.হাসিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পদ্ম নাথ রায় এবং দোয়া পরিচালনা করেন ষোল মাইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মওলানা মো.আব্দুল ওয়াদুদ। মো.জহুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে ২০১৩ সালে যোগদান করে সফলতার সাথে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেন তিনি। গাইবান্ধা জেলা রেজিস্ট্রার কর্মকর্তা হিসেবে প্রদোন্নতি জনিত কারণে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও পক্ষ থেকে উপজেলা সাব-রেজিস্টার অফিস কর্মচারী ও নকল নবিশবৃন্দরা বিদায়ী জহুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।