বুধবার , ৭ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৭, ২০২৩ ১২:৫৯ অপরাহ্ণ
নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলোনা বিরলের রেল গেটম্যান যুবক হৃদয়ের

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : নানার বাড়ীতে লিচু নিয়ে যাওয়া হলো না দিনাজপুরের বিরল পৌর শহরের রেল গেটম্যান কামরুজ্জামান হৃদয় (২৪) এর। হৃদয় দিনাজপুর-বিরল-রাধিকাপুর রেলের বিরল থানা সংলগ্ন ২৬ নং রেল গেটের গেটম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলো। সে পৌর শহরের সাবেক রেল গেটম্যান আবু তাহেরের একমাত্র পুত্র।
তার পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সকালে হৃদয় দিনাজপুর থেকে দোলনচাপা ট্রেনে করে রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামে তার নানার বাড়ীতে লিচু নিয়ে যাচ্ছিল। ট্রেনটি বদরগঞ্জ রেল স্টেশন এলাকায় পৌঁছলে অসাবধানতা বশত সে ট্রেন থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর অকাল মৃর্ত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও