বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে প্রমোশন অফ এনথিক মাইনোরিটি এ্যান্ড দলিতস ফর ইমপ্রæভমেন্ট (প্রেমদীপ) প্রকল্পের সহযোগীতায় উপজেলার রাণীপুকুর ইউপি’র বহবলদিঘী বাজারে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বহবল দিঘী উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় রাণীপুকুর ইউপি চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল প্রেসক্লাবের সভাপতি ও হামেরা দিনাজপুরিয়া সংগঠনের সভাপতি এম, এ কুদ্দুস সরকার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন মাষ্টার, ইউপি সচিব মানিক বাবু ও প্রেমদীপ প্রকল্পের কো-অডিনেটর আবু সালেকীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠন নেতা রাজেশ লাকড়া, বিমল পাহান ও লক্ষীরাম মরমু। পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় মাঠে তীঁর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ঐতিহাসিক সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে ইএসডিও প্রেমদীপ প্রকল্প বোচাগঞ্জ এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ১নং নাফনগর ইউনিয়ন পরিষদ চত্বরে সতীশ ঋষির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ নওয়াজ পারভেজ শাহান। এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈমুর ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী শাহীন, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের ইভিলেশন ও কো-অডিনেটর অফিসার মোস্তাকুর রহমান, ইএসডিও প্রেমদীপ প্রকল্প বোচাগঞ্জ উপজেলা ম্যানাজার মোছাঃ ঝরণা বেগম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাজদালীনা মুরমু সহ প্রেমদীপ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
র্যালী ও আলোচনা সভা শেষে আদিবাসী নৃত্যশিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।