শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে স্বামী-স্ত্রীর মীমাংসায় প্রাণ হারায় প্রতিবেশী,আটক-৩

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ৯, ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ

দিনাজপুর সদরের আস্করপুর ইউনিয়নের সুন্দরা এলাকায় কলোহ নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া আর সেই মীমাংসা করতে গিয়ে প্রাণ হারাতে হলো প্রতিবেশীকে ।এ ঘটনায় অভিযুক্ত সেই স্বামীসহ মোট ৩ জনকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলাহ আল মাসুম ।
স্থানীয়রা জানায়,নুর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনার ঝগড়া বিবাদ লেগেই থাকতো ।গেল মঙ্গলবার রাতে কলহ মীমাংসার জন্য বৈঠক ডাকা হয়। বৈঠকে নূর মোহাম্মদের শ্বশুর জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্যসহ স্থানীয়রা এক হয়। কিন্তু স্বামী নূর মোহাম্মদ উপস্থিত না থাকায় তাকে বাড়ি থেকে ডাকার জন্য প্রতিবেশী সোবহানকে পাঠানো হয়। তিনি বাড়িতে ডাকতে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে নূর মোহাম্মদ দা দিয়ে সোবহানের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সোবহান।এ ঘটনায় ৪ ঘন্টার মধ্যেই আত্মগোপনে থাকা নুর মোহাম্মদ এবং সহযোগি স্ত্রী ও ছেলেকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও