পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনসার ও ভিডিপি দপ্তরের মাধ্যমে তাদের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত মঙ্গলবার সকাল ১০টায় উক্ত কার্যালয় প্রাঙ্গন পার্শ্বে ঈদগাঁ মাঠ চত্বরে এসব ত্রাণ সমাগ্রী বিতরণ করেন পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাবিনা। এ সময় উপজেলা প্রশিক্ষক মোঃ নাহিদ সুলতান ও ইউনিয়ন কমান্ডার সহ স্থানীয় গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। তথ্য মতে জানা যায় কোভিড-১৯ এর প্রার্দুভাব জনিত কারনে রংপুর রেঞ্জ এর অধিনে এ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ ব্যবস্থা করা হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী ২৫ জন পুরুষ ও ২৫ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য সদস্যের মাঝে বিতরণ করেন।