সোমবার , ১২ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘জয় সেট সেন্টার’ ফুলবাড়ীর হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে —– প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১২, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুরের ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এটি ৫ হাজার স্কয়ার ফিটের একটি স্মার্ট সার্ভিস, এমপ্লয়মেন্ট এ- ট্রেনিং সেন্টার হবে। এটির উদ্দেশ্য তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ছেলে-মেয়েরা ফুলবাড়ীতে বসেই বিশ্বমানের প্রযুক্তি শিক্ষাগ্রহণ করতে পারে। এ থেকে তারা ইউরোপ, অস্ট্রোলিয়ার বড়বড় কোম্পানীতে অনলাইন মার্কেট প্লেসের কাজ করতে পারে।
রোববার দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে ‘জয় সেট সেন্টারের’ ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয় সেট সেন্টার” প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে।এই জয় সেট সেন্টারে প্রশিক্ষণ দিয়ে ফুলবাড়ী উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পরবে।
তিনি বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্তাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফল ভাবে বাস্তবায়ন করেছি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সার্কেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রগ্রাম অফিসার (আইসিটি) মোছা. তাছলিমা খাতুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ

দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশন এর আহবায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশন এর আহবায়ক কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

জ্ঞানচক্ষু উন্মীলিত না হলে মনুষ্যত্ব বিকশিত হয় না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী ভাড়া করে পাকা স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

রাণীশংকৈলে জাল ভোট দিতে এসে আটক ২ যুবক

বীরগঞ্জ মরিচা ইউনিয়নে ইউ এস ডিও কর্তৃক নৃ-গোষ্ঠীদের মাঝে অর্থ সহয়তা

বীরগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিলেন বীরগঞ্জ থানা পুলিশ

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১