রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল উপজেলা হলরুমে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ১৪জুন বুধবার বিকালে উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় বিদায়ী সহকারি উপজেলা শিক্ষা অফিসার উদ্দেশ্য বক্তব্য রাখেন-সহকারি শিক্ষা অফিসার জাহিদ হোসেন, ঘনেস্বাম, সিমান্ত বসাক, প্রধান শিক্ষক কাজী আইয়ুব, জানে আলম, নরুল কবির, হামিদুর রহমান,আব্দুল মান্নান,আনারুল ইসলাম, ইলিয়াস আলী, ইয়াকুব আলী, রমজান আলী। বক্তবে- প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে তার কৌশলী ভুমিকার প্রশংসা করেন। এসময় বিদায়ী উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনজুর আলম বলেন- দীর্ঘদিন এক কর্মস্থলে ছিলাম চলার পথে মনের অজান্তে ভুল হলে ক্ষমা সুন্দর দেখে আমার জন্য দোয়া করবেন। আমি যেন নতুন কর্মস্থলে গিয়ে সঠিক ভাবে দাঁয়িত্ব পালন করতে পারি। আরো উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, মোশারফ হোসেন, সাহিরুল ইসলাম, জিয়াউর রহমান প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী স্যারকে সন্মাননা ক্রেষ্ট ও বিভিন্ন ক্লাস্টার থেকে যৌথ ও একক ভাবে উপহার দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় দিলারা বেগম।