বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুরে রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রী কান্তজিউ মন্দির পরিদর্শন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৫, ২০২৩ ১:৩৬ পূর্বাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি ॥ ১৪ জুন-২০২৩ বুধবার দুপুর ৩টায় দিনাজপুরের ঐতিহাসিক ও হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে আসেন রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্ট্রি ও দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও এজেন্ট রনজিৎ কুমার সিংহ সহ সদস্যবৃন্দ।
এসময় বিমান প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিমান মন্ত্রনালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাঈম হাসান, এসিল্যান্ড মাইদুল ইসলাম, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ডা. ডিসি রায়, রতন সিং, গৌর চন্দ্র শীল, গোপেশ চন্দ্র রায়, সঞ্জয় মিত্র, বিমল চন্দ্র দাস প্রমুখ। অতিথিবৃন্দ প্রথমে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, কান্তনগর গেস্ট হাউজ পরিদর্শন শেষে ঐতিহাসিক কান্তজির মন্দির পরিদর্শন করেন।
এছাড়াও রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত