শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে গ্রীন ভয়েসের উদ্যোগে ফ্রি মাস্ক ও করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৭, ২০২১ ৩:২০ অপরাহ্ণ

মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধিঃ
দেশের চতুর্থ বৃহত্তম বাজার ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েসের উদ্যোগে ১৬ জুলাই রোজ শুক্রবার বিকালে ফ্রি নন মেডিক্যাল মাস্ক ও করোনা জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

গ্রীণ ভয়েসের উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদার ও একতা ব্লাড সোসাইটি অব বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি এবং হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন আব্দুল্লাহ বিপু।

ঠাকুরগাঁও জেলা শাখার হরিপুর উপজেলা টিমের পরিচালনায় গ্রীণ ভয়েসের সদস্যরা বাজারের বিভিন্ন দোকানে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করে জনগণকে করোনা মোকাবেলা করনীয় সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
অন্যান্য এর মধ্যে উপস্হিত ছিলেন গ্রীণ ভয়েসের হরিপুর উপজেলার টিম লিডার আনোয়ার হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস জলবায়ু,বায়ুদূষণ,সামাজিক বনায়ন,বৃক্ষরোপণ অভিযান সহ পরিবেশবাদী বিভিন্ন সামাজিক আন্দোলন করে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত