শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এবার দিনাজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখের অধিক শিশুকে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৬, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

এবার দিনাজপুর জেলায় ৬ হতে ১১ মাস বয়সী ৩৬,৬৫৬জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ৩,০৬,৫২৭জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে মোট ৩,৪৩,১৮৩ জন শিশুকে। এজন্য স্থায়ী, অস্থায়ী কেন্দ্র ও অতিরিক্ত কেন্দ্র (উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে) খোলা হবে মোট ২৬১৪টি। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মাঠকর্মী, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মী ও স্বেচ্ছাসেবী (ভলান্টিয়ার) ৫৮৭৬জন কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে দিনাজপুর সিভিল সার্জন অফিস এর আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য সাংবাদিকদের জানান সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। ১৮জুন সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ কাওসার আহম্মেদ তথ্য ভিত্তিক আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশ নেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও সহঃ সাধারন সম্পাদক রতন সিং, আওয়ামীলীগ কন্ঠের প্রকাশক ও সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংবাদিক কামরুল হুদা হেলাল, মোঃ শাহিন হোসেন, রেজাউল করিম রঞ্জু, রস্তম আলী মন্ডল, মোঃ আকরাম হোসেন বাবলু ও নুরুল ইসলামসহ প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী আরও বলেন, ভিটামিন ‘এ’ অপুষ্টি জনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তবে সেই শিশুকে ক্যাম্পেইন চলাকালীন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে পার্শপ্রতিক্রিয়া হওয়ার কোন ঝুঁকি নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ।
উল্লেখ্য, সারাদেশব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮ই জুন সকল শিশুকে বয়স অনুপাতে নীল রঙ ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বিরামপুর
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল ইফরান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
এছাডাও বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. তাহেরা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের আঃ রাজ্জাক সহ গ্রাম বিকাশ কেন্দ্র ও বি ওযাই এফ সি সহ এনজিও ফোরাম এর সভাপতি এনামুল হক প্রমুখ।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার (১৮জুন ) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১৩ হাজার ২০ জন শিশুকে একটি করে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রতারণার নতুন কৌশল ঠাকুরগাওয়ে মসজিদ, মাদ্রাসা সহ পাকাবসতবাড়ী নির্মাণের নামে কোটি কোটি টাকার প্রতারণা

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন রেলমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর

সমাজসেবক না হলে ভালো রাজনৈতিক হওয়া যায় না —-হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে ২দিনব্যাপী মৌলিক পুষ্টি ও এগ্রোইকোলজি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আটোয়ারীতে ভয়াল ২৫ মার্চ উপলক্ষে নানা কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

বোচাগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

আ: খালেক’র হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে দিনাজপুরে মানববন্ধন