জামালপুরের বকশীগঞ্জের বাংলা নিউজ ২৪ ডট কম ও ৭১ টেলিভিসনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও টিভি ক্যামেরা পার্সনরা।
গতকাল শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে প্রেসক্লাবের আয়োজনে এই মানবন্ধন করে দিনাজপুরের সাংবাদিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নাদিমের হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবী জানান। এছাড়াও এ ঘটনায় পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।
নাদিমসহ সকল গনমাধ্যম কর্মী হত্যার দ্রæত বিচার দাবি করেন তারা। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়েছে।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক আবুল কাসেম, মুর্শেদুর রহমান, ফখরুল ইসলাম পলাশ, রাজিউর রহমান রাজু, এমদাদুল হক, আজহারুল আজাদ জুয়েলসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ায় কর্মরত কর্মীরা।