বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের আয়োজনে নিজ কার্যালয়ে আলোচনা সভা , মেধাবী শিক্ষার্থীদের মাধে নগদ অর্থ ও গ্রামীণ ব্যাংক এর সদস্যদের মাধ্যে ফলজ, বনজও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন-২০২৩) সকাল ১১ টায় গ্রামীণ ব্যাংক সুজালপুর বীরগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক এর যোনাল ম্যানেজার মোঃ এরশাদ আলী। আলোচক হিসাবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক এর যোনাল অডিট অফিসার মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক এর এরিয়া ম্যানেজার মোঃ মতিউল ইসলাম ।
আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাধে নগদ অর্থ ও ২শত পরিবারের মাধে ফলজ, বনজও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Bkash
Bkash Gosh