শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে দিনাজপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক তরুন ছেলে-মেয়ে অংশ নেয়।
বুধবার (১৯ ফেব্রæয়ারি) সকাল ৭ টা ২০ মিনিটে দিনাজপুর জিরো পয়েন্ট গোর এ শহীদ বড় ময়দান থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে প্রায় সাড়ে ৮ কিলোমিটার দুরত্বে ঐতিহাসিক রামসাগর ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয় সাড়ে ৮ টায়।
ম্যারাথনে ৩০ মিনিট ২৫ সেকেন্ড সময় নিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ক্রীড়াবিদ মো. হানিফ হোসেন (জার্সি নং ২৬) প্রথম স্থান অর্জন করেন। আর জীবনে প্রথমবার ম্যারাথনে অংশ নিয়ে ৩১ মিনিট ১০ সেকেন্ড সময়ে দ্বিতীয় স্থান অর্জন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^দ্যিালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (জার্সি নং ১১৫) এবং ৩৪ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. রেজওয়ান (জার্সি নং ৬৫)।
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকালে জিরো পয়েন্টে ম্যারাথনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম।
ম্যরাথনে অংশ নেয়া প্রথম ১০ জনকে নগদ অর্থ ও মেডেলসহ সর্বমোট ৫০ জনকে সনদ প্রদান করা হয়। মেয়েদের মধ্যে সনদ পেয়েেেছন মোছা. মাসুদা আক্তার মিতানুর (জার্সি নং ২০২) ও গ্রেশি টুডু মারিয়া (জার্সি নং ২০৪)।
রামসাগর ডাকবাংলো চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম। তিনি বলেন, তারুন্যের উৎসবের শেষ দিনে তুরুনদের দেশ গঠনে এগিয়ে আসার জন্য এই আয়োজন। এসময় জেলা ক্রীড়া অফিসার মো. আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও হাবিপ্রবি’র ভারপ্রাপ্ত পরিচালক মাহবুব উল আলম। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। ম্যারাথনে বিচারকের দায়িত্বে ছিলেন ওবায়দুর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, নুরুজ্জামান বেলাল, ডালিম কুমার রায়, বিপ্লব তপ্ন। উল্লেখ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ম্যারাথনে অংশ নেন।
হাবিপ্রবি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গোর-এ-শহিদ বড়মাঠ থেকে শুরু হয়ে জাতীয় উদ্যান রামসাগরে গিয়ে ম্যারাথন প্রতিযোগিতাটি শেষ হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (আসিফ)। তিনি নির্ধারিত দশ কিলোমিটার পথ ৩১মিনিটে শেষ করেন।উক্ত প্রতিযোগিতায় হাবিপ্রবির ২২জনশিক্ষার্থী অংশ গ্রহণ করেন। আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ষষ্ঠ স্থান অর্জন করেন মার্কেটিং বিভাগের শেখ ফরিদ এবং নবম স্থান অর্জন করেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মনোতোষ কুজুর। এছাড়া দশ জনের অধিক শিক্ষার্থী সেরা পঞ্চাশে স্থান লাভ করেন। ম্যারাথন প্রতিযোগিতা শেষে সেখানে অংশগ্রহণ করা হাবিপ্রবির শিক্ষার্থীরা শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসানকে সাথে নিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. এনাম উল্যা’র সাথে সাক্ষাৎ করেন। এসময় ভাইস-চ্যান্সেলর বলেন,শিক্ষার্থীদের এসব অর্জন আমাদেরকে গর্বিতকরে। পড়াশুনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে এ ধরণের কর্মকান্ডের সাথে বেশি বেশি জড়িত হতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে মতবিনিময়

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে কারিগরী প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনাজপুরে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

রাণীশংকৈলে জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এরশাদের ৪র্থ মৃত্যু বাষির্কী পালিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মন্ত্রণালয়ের বৈঠক সন্ধ্যায়

পল্লীশ্রী’র উদ্দ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সভায় বক্তারা নারী নির্যাতনের যুগান্তকারী প্রতিবাদী ঘটনাকে স্মরণীয় করতে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

অভিনব কায়দায় মাইক্রোবাসে ফেন্সিডিল বহনকালে আটক মাদক ব্যবসায়ী