বিদেশে অবস্থানরত এক কোটি ৩০ লাখ বৈধ অভিবাসী শ্রমিকের স্মরনে সারাদেশে সমপরিমান বৃক্ষরোপন করবে জনশক্তি ও কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। তারই অংশ হিসেবে বিদেশগামী শ্রমিকদের মাঝে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেছে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
গতকাল মঙ্গলবার বিকেলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা এসব চারা বিতরণ করেন। এ সময় ১১ জনকে চারা বিতরণ করা হয় এবং দুটি চারা প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে রোপন করা হয়। এখান থেকে চলতি সপ্তাহে ১০০ জন শ্রমিক প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাবে। তাদের প্রত্যেকেই বাড়িতে ৫টি করে বৃক্ষরোপন করবেন। একইসাথে এই প্রশিক্ষণ কেন্দ্র করে থেকে এখন থেকে যতজন শ্রমিক বিদেশে গেছেন তাদের প্রত্যেকেই ৫টি করে চারা রোপন করবেন। প্রশিক্ষণরতদের প্রত্যেককে গাছের চারা রোপন করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
এসময় প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) শেখ রাকিবুল হাসান, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) খাদেমুল ইসলাম, চীফ ইন্সট্রাক্টর (ওয়েলডি) রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাসুদ রানা বলেন, এক কোটি ত্রিশ লক্ষ অভিবাসী ভাই-বোনদের স্মরন করে একটি করে গাছ লাগালে রক্ষা পাবে প্রকৃতি সবুজ হবে বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখেই আমরা মহাপরিচালকের নির্দেশনায় এই বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি। বিদেশগামী এবং যারা বিদেশে গেছেন তাদের প্রত্যেকেই এই বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এবং বিদেশগামীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হচ্ছে।